গণবার্তা রিপোর্ট: সাউথইস্ট ব্যাংকের প্রথম পারপেচুয়াল বন্ডের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শুরু হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের এ-সংক্রান্ত একটি লিস্টিং চুক্তি স্বাক্ষর হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta