অপু হাসান, ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে ইয়াবা সম্রাট ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। রোববার রাত পোনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই আউয়াল, এসআই ইউসুফ ও এএসআই নাইম সঙ্গীয় ফোর্সসহ গজারিয়া বাজারের পশ্চিম পাশ থেকে তাকে আটক করে। এসময় সালাউদ্দিনের কাছে থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে লালমোহন ও বোরহানউদ্দিন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। সালাউদ্দিন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের মাওলানা শফিউল্লাহর ছেলে। লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব-উল- আলম জানান, মাদক নির্মুলে বিশেষ অভিযান পরিচনলনা করে গোপন সংবাদের ভিত্তিতে সালাউদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।