গণবার্তা রিপোর্ট: এনসিসি ব্যাংক গ্রাহকদের জন্য মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড চালু করেছে। সম্প্রতি কক্সবাজারে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, সাবেক চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার প্রমুখ কার্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন।
Posted ২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta