আজ, Thursday


২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, ১৭ আগস্ট ২০২৫
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

ব্যুরো প্রধান ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় সিটি কর্পোরেশন কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আওতাধীন নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম লিফলেট বিতরণ চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তারের স্থান হটস্পট সমূহে স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ এর কর্মকর্তা জানায়, সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিডব্রেকার সমূহে রং করন এবং জেব্রাক্রসিংয়ের কাজ চলমান আছে। সড়ক বিভাগধীন সকল প্রকার প্রকল্প বাস্তবায়নে ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগ এর মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে মর্মে সহযোগিতাও কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা জানান, ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ধোবাউড়া উপজেলায় ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের মেরামত উপজেলা রাজস্ব তাহবিল হতে মেরামত কাজ চলমান রয়েছে।

গণপূর্ত বিভাগে এর কর্মকর্তা জানায়, মডেল মসজিদ সমূহের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করা হয়েছে। ত্রিশাল মডেল মসজিদের বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলমান এবং ফুলবাড়িয়া মডেল মসজিদ হস্তান্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সভায় বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা ও পর্যালোচনা এবং আন্ত:বিভাগীয় সমস্যাদির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতি বক্তব্য জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়নে আমাদের সকলের কাজ করা একান্তই কর্তব্য। তাই এই জেলার উন্নয়নে আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নমূলক যে কোন কাজে এবং যে কোন সমস্যার সমাধানে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সব সময় সহযোগিতা দিয়ে পাশে থাকবে।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com