আজ, Sunday


১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ডেনিম এক্সপো শুরু হচ্ছে ১২ মে

বুধবার, ০৭ মে ২০২৫
ডেনিম এক্সপো শুরু হচ্ছে ১২ মে
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৮তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই এক্সপো চলবে ১৩ মে পর্যন্ত।

দুইদিনব্যাপী এই আয়োজনে ডেনিম উৎপাদনে সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি, এবং বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা ও বৈশ্বিক ডেনিম শিল্পে শক্তিশালী অবস্থান তুলে ধরা হবে।

এ আয়োজনে অংশ নিবেন বিশ্বের নানা প্রান্তের ডেনিমপ্রেমী, ডেনিম উৎপাদনকারী, ক্রেতা, ফ্যাশন ডিজাইনার, শিল্প নেতৃবৃন্দ ও এ শিল্পে সাসটেইনিবিলিটি নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডাররা। ডেনিম এক্সপোর এবারের আসরে ১৪টি দেশ থেকে আগত কোম্পানিগুলো অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্র, উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করবে।

ডেনিমপ্রেমী, শিল্প বিশেষজ্ঞ ও ফ্যাশন সচেতন মানুষদের একই প্ল্যাটফর্মে এনে ডেনিম শিল্পের কারিগরি উৎকর্ষ, নান্দনিকতা ও সৃজনশীলতাকে তুলে ধরা এই এক্সপোর অন্যতম লক্ষ্য। একইসঙ্গে টেকসই চর্চা, উদ্ভাবন, উন্নয়ন এবং দায়িত্বশীল উৎপাদনে পারস্পরিক সহযোগিতা জোরদার করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রদর্শনীতে থাকছে শিক্ষামূলক কর্মশালা, প্রযুক্তিনির্ভর সেমিনার এবং ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী—যা অংশগ্রহণকারীদের ডেনিম শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে গভীর ধারণা দেবে।

ডেনিম শিল্পের ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে দুটি প্যানেল আলোচনা। প্রথম দিন বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া প্যানেল আলোচনার বিষয় হিসেবে থাকছে ‘ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি’।

দ্বিতীয় দিনে বাংলাদেশি ডেনিম ট্রেসেবিলিটির ওপর বিকেল সাড়ে ৪টায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

ডেনিম এক্সপোর অন্যতম আকর্ষণ ট্রেন্ড জোন’, যেখানে পরিবেশবান্ধব উপকরণ এবং ভবিষ্যতমুখী ডেনিম ডিজাইন প্রদর্শিত হবে। পরিবেশবান্ধব ইন্ডিগো ডাই থেকে শুরু করে উদ্ভাবনী স্টাইলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্সসহ বৈচিত্র্যপূর্ণ ডিজাইন এখানে থাকবে, যা ব্র্যান্ড ও ডিজাইনারদের বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ড গঠনে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো কেবল দেশীয় প্রতিভার প্রদর্শনী নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম। বিশ্বের নামী ব্র্যান্ডগুলো এখানে এসে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের ডেনিম উৎপাদকদের সঙ্গে কাজ করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ডেনিমের কোনো সীমানা নেই, বাংলাদেশ ডেনিম এক্সপোও তাই সীমাহীন। আমরা একে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছি যেখানে টেকসইতা, বৈচিত্র্যময় ডিজাইন এবং বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল রূপ একসঙ্গে প্রতিফলিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com