গণবার্তা রিপোর্ট :
রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।
রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট। এ অনুষ্ঠানের সমাপনী পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। তিনি ব্যাংকের উদ্ভাবনী চিন্তাভাবনা ও গ্রাহককেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এর আগে উদ্বোধনী বক্তব্য দেন এমডি নুরুউদ্দিন মো. ছাদেক হোসাইন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta