গণবার্তা রিপোর্টার : মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের ‘প্রতিশ্রুতি ভঙ্গই’ এ বিক্ষোভের মূল কারণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির জনগণ। রাজধানী কুয়ালালামপুরের সড়কে ‘সরে যাও আনোয়ার’ ম্লোগান দিচ্ছে বিক্ষুদ্ধ জনতা। আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন তারা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল থেকেই রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজপথে নেমে আসেন। তারা মারদেকা স্কয়ার ও এর আশেপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল, যেখানে আনোয়ারের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
এই প্রতিবাদ কর্মসূচির নের্তৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী নেতা হামজাহ জায়নুদিন। তিনি বলেন, দেশের মানুষ কষ্টে আছে এবং তারা আর বর্তমান ঐক্য সরকারের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয়। পার্টি বেসাতুর উপ-সভাপতি হামজাহ বলেন, ‘মানুষের চাহিদা আর ১০০ রিংগিতের নগদ সাহায্য নয়, আমরা আনোয়ারের পদত্যাগ চাই।’
পরে তিনি একটি বিশেষ দোয়ার আয়োজন করেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের জন্য দোয়া করেন। এ সময় মাহাথিরকে মালয় জাতির প্রকৃত যোদ্ধা হিসেবে আখ্যা দেন হামজাহ। সেই সঙ্গে তিনি আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের জন্যও প্রার্থনা করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের ‘প্রতিশ্রুতি ভঙ্গই’ এ বিক্ষোভের মূল কারণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।এদিকে, বিক্ষোভ ঘিরে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
Posted ৭:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta