স্টাফ রিপোর্টার : ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার স্তর আরো গভীর করতে মতবিনিময় করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে এ বৈঠক হয়। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ছবিসহ ওই পোস্টে উল্লেখ করা হয়, ১৬ জুলাই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার স্তর আরো গভীর করার বিষয়ে বিস্তারিতভাবে মতবিনিময় করেন।
Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta