ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে বিএনপি নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দৈনিক গণবার্তা
এপ্রিল ৪, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সবুর সরদার মঙ্গলবার ভোর ৬টার দিকে বরিশাল একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আব্দুস সবুর সরদার চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শুকুর আহমেদ সরদারের ছেলে এবং একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদারের বড়ভাই।

আলহাজ্ব আব্দুস সবুর সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রিয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, কেন্দ্রিয় যুবলীগ নেতা মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেনসহ আরও অনেকে।

মঙ্গলবার আছর নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।