ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এনআরবি ইসলামিক লাইফের মৃত্যু দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ পরাণ সুজন : দিনাজপুরে মৃত্যু দাবী উত্থাপনের মাত্র তিন দিনের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মরহুম মো: বাবুল আজাদ এর গ্রুপ বীমার চার লক্ষ ছেষট্রি হাজার পাঁচশত টাকার চেক হস্তান্তর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ১৪ মার্চ দিনাজপুরের হাবিপ্রবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাবিপ্রবি ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে গ্রুপ বীমা মৃত্যু দাবী চেক হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে নমিনির পক্ষে মৃত্যু দাবীর চেক গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসা. নূর ই নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদার ও হাবিপ্রবি রেজিষ্টার প্রফেসর সাইদুর রহমান।

এ সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দসহ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম বিমা গ্রাহকের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।