নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্য থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা টানা তিনদিন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা দেওয়া শেষে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের মরফিল্ড আই হাসপাতাল থেকে আসা ডা. মাহি মুকিত এবং ডা. নিয়াজ ইসলাম সাক্ষাৎ করেন উপদেষ্টার সঙ্গে। এসময় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল বার্মিংহামের ডা. মোসলেহউদ্দিন ফরিদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের এবং সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।
সাক্ষাতে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে তাদের কাজ সম্পর্কে অবহিত করেন। এসময় চক্ষু চিকিৎসক ডা. মাহি মুকিত জানান, আন্দোলনে আহতদের যথাযথ মানসিক ট্রমার চিকিৎসার প্রয়োজন রয়েছে। এছাড়া অনেক রোগী পাঁচ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে আছেন। এভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে থাকা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। যাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাতে পারেন। মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎকরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মোট ১১৫ জন রোগীকে সেবা দিয়েছেন এবং ২৩ জনের সার্জারি করেছেন। বিশেষজ্ঞ মেডিকেল টিম মতামত দিয়েছে যে, বাংলাদেশের চক্ষু চিকিৎসকরা যে সেবা দিয়েছেন তা সঠিক এবং বিশ্বমানের। এ ধরনের রোগীদের লন্ডনে একইভাবে চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta