রফিকুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীতে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩রা মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেঁচে গেছেন ওই এ্যাম্বুলেন্সে থাকা হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীও। নিহতরা হলেন- এ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও আদরী (৩৫)। এছাড়াও আরও তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গোদাগাড়ী থানা সুত্রে জানা যায় , ট্রাকটি জব্দ করা হয়েছে স্বজনেরা আসলে লাশগুলো হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta