মোঃ মনিরুজ্জামান সাকিব ,উপজেলা প্রতিনিধি : শাজাহানপুর বগুড়া বগুড়া শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর জোড়া হত্যা (সাগর ও স্বপন) মামলার এজাহার নামীয় ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বার) ডিবি বগুড়া ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর সাগর ও স্বপন হত্যা মামলার এজাহার নামীয় আসামীরা হলো সাগর ও জলিল। থানা সুত্রে জানা যায়, আসামীদের গ্রেফতারের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী সাগর স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। বগুড়া জেলা পুলিশ সুপার এক বিবৃতিতে জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।
Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta