রফিকুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিড়ালদহ মাজার এলাকায় স্থানীয় বিএনপি নেতা ইউপি সদস্য রফিকে কুপিয়েছে বিএনপির অপর পক্ষ মিঠুন গ্রুপের লোকজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। (২৩ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে প্রকাশ্যে বিড়ালদহ মাজারের সামনে বানেশ্বর ইউপি সদস্য রফিককে পেয়ে বিএনপি’র আরেক গ্রুপের নেতা মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ৫/৭ জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনার পর স্থানীয় জনগণ বিড়ালদহ মাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর অবস্থান করে। এতে ঘন্টা ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। রফিক মেম্বারকে স্থানীয় বিএনপি নেতা মিঠুন ও সীমান্তের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে শুনছি। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান,বিএনপি নেতা রফিক মেম্বারকে বিএনপি’র অপর একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এতে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta