নিজস্ব প্রতিবেদক :
নিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকলে এই সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্সে জাতীয় নাগরিক ঐক্য আয়োজিত ‘সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সংবিধানের ১০৬ ধারা অনুযায়ী শপথ নিয়েছে, মেয়াদ লেখা নাই, সুপ্রিম কোর্টের এডভাইজারি রোল দেয়া হয়েছে। মোটামুটি যদি নিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকলে এই সরকারের অধীনেই নির্বাচন এটা প্রায় মীমাংসিত বিষয়।
তিনি আরও বলেন, নির্বাচন করে নির্বাচন কমিশন, সরকারের দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেড করা, যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ সরকার বিধান বাতিল করা হয়েছে ২০১১ সালে, তখন থেকেই দেখা গেছে নিউট্রাল সরকার না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হউক আসলে ঠুটু জগন্নাথ। ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta