আজ, শুক্রবার


২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ করলেই বহিষ্কার, নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা বিএনপির

রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
অপরাধ করলেই বহিষ্কার, নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা বিএনপির
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর সর্তকবার্ততা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও অংগসংগঠনের দায়িত্বরত নেতারা। (২ নভেম্বর) বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক জরুরি সভায় এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী। সভায় নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সমাজের যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলেই তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেতারা আরও বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাঁকে ধরে আইনের হাতে তুলে দিন। বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও তারা নেতাকর্মীদের বিভেদ, হিংসা প্রতিহিংসা ভুলে সবাই মিলে দেশ গঠনে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্যসচিব মো. সাবের হোসেন টারজান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com