আজ, সোমবার


৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বলে গণমাধ্যমের সহায়তা চায় বিজিএমইএ

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বলে গণমাধ্যমের সহায়তা চায় বিজিএমইএ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার: বৈশ্বিক অঙ্গনে দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে গণমাধ্যমের সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

এ সময় ফারুক হাসান বাংলাদেশের পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমের উল্লেখযোগ্য অবদানও স্বীকার করেন। বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে বৈশ্বিক ধারণা পুনর্নির্মাণে গণমাধ্যমের মুখ্য ভূমিকার ওপরও জোর দেন বিজিএমইএ সভাপতি।

বৈঠকে ফারুক হাসান কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত স্থিতিশীলতা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাকের গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com