মোঃ আতিকুর রহমান মিরন
মাগো আমি এইখানেতে
আছি অনেক ভালো,
দেখছি তোমায় দুচোখ ভরে
আকাশের তারা হয়ে।
মুছে ফেলো না,তোমার বুকে
লেগে আছে যত রক্ত,
শক্ত করে রেখো ধরে
লাল সবুজের পতাকা।
শকুনের দল দিয়েছে থাবা
কেড়ে নিয়েছে কত প্রাণ,
মাগো তুমি করিওনা ভয়
তোমার সন্তানেরা আছে জেগে।
হায়নার দৃষ্টি তোমার বুকে
সুযোগের আছে অপেক্ষায়,
পরাস্ত হবে ওরা মাগো
তোমার সন্তানের হাতে লাঞ্চিত।
মাগো তোমার আঁচল ধরে
দিয়েছে যারা টান,
তাদের মোরা ছাড়বো না
যদি থাকে প্রাণ।
রক্তের উপার দাঁড়িয়ে মাগো
করেছি প্রতিজ্ঞা,
হায়নার দল প্রতিহত করব
ছাত্র জনতা নিয়া।
Posted ২:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta