মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ মুলাদীতে শান্তনা বেগম (৪৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের মোতালেব সিকদারের পুত্র নূর মোহাম্মাদ সিকদার ওরফে মবা সিকদারের ১ম স্ত্রী শান্তনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নূর মোহাম্মাদ সিকদার তার স্ত্রী শান্তনা বেগমকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে দাবী করেছেন স্বজনরা।
শান্তনা বেগমের মেয়ে তন্বি আক্তার জানান শনিবার সন্ধ্যার দিকে তার পিতা নূর মোহাম্মাদ সিকদার মাকে মারধর শুরু করে। ওই সময় তন্বি কান্নাকাটি শুরু করলে তার পিতা তাকে ঘর থেকে বের করে দেন। পরে তার পিতা নূর মোহাম্মাদ সিকদার ঘর থেকে বের হয়ে গেলে সে দ্রুত ঘরে মধ্যে গিয়ে মাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় শান্তনা বেগমকে ফ্যান থেকে নামিয়ে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শান্তনা বেগমের ভাই বেল্লাল হোসেন জানান কয়েক মাস আগে তার ভগ্নিপতি নূর মোহাম্মাদ সিকদার তার শ্যালকের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করলে তার বোনের সাথে কয়েক বার ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে নূর মোহাম্মাদ সিকদার স্ত্রী শান্তনাকে হত্যা করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখার হুমকি দেয়।
অপরদিকে ঘটনার পর থেকে নূর মোহাম্মাদ সিকদার আত্নগোপন করেছে। এব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান লাশের ময়না তদন্ত রিপোর্টের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।