আজ, বুধবার


১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

বুধবার, ২০ মার্চ ২০২৪
গাজায় ২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৯৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন। (১৯ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ৫ মাসেরও বেশি সময়ে ইসরায়েল ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের আগ্রাসনে আহত হয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ফিলিস্তিনি।

এদিকে, মুসলিমদের পবিত্র মাসেও থেমে নেই ইসরায়েলি নির্মমতা। একের পর এক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নজিরবিহীন খাদ্যসংকটে দিন পার করছে গাজাবাসী। ত্রাণের খাদ্য সংগ্রহের লাইনে খালি পাত্র নিয়ে অপেক্ষায় রয়েছে শিশুরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার প্রতিটি মানুষ তীব্র মাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারে জোর দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com