গণবার্তা রিপোর্ট: ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্যসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালক শেয়ারহোল্ডারদের তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানান। সভায় ২০২২-২৩ অর্থবছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta