আজ, Thursday


৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কেশর-এলাচ চা পানের উপকারী নানাদিক

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
কেশর-এলাচ চা পানের উপকারী নানাদিক
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

পানির পর বিশ্বব্যাপী সর্বোচ্চ জনপ্রিয় পানীয় হলো চা। অনেকেই চায়ের সাথে বিভিন্ন মশলা বা উপাদান মিশিয়ে খায়। এতে চায়ের স্বাদও বাড়ে, আবার শরীরে বিভিন্ন উপকারী প্রভাবও পড়ে। তবে এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হতে পারে দু’টি গুরুত্বপূর্ণ উপাদান। তা হলো- সবুজ এলাচি এবং কেশর বা জাফরান।

চায়ের সঙ্গে কেশর এবং এলাচি এই দুই উপাদান মিশিয়ে প্রতিদিন পান করলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. কেশর এবং এলাচে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরকে ক্ষতিকারক মুক্ত র‌্যাডিকেলকে নিষ্ক্রিয় করতে পারে এই দুই উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে, ব্যথা কমায় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত কেশর-্এলাচ চা পান করলে বয়স দ্রুত বাড়ে না।
২. সুস্থতা এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শরীরের বাইরে যে যত্ন নেওয়া হয়, তার চেয়ে শরীরের ভেতরের নেওয়া যত্ন বেশি কার্যকরী। কেশর উজ্জ্বলতা বৃদ্ধির বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিত। বাইরের বিভিন্ন কারণে ত্বকে ক্ষতি হলে কেশর তা মেরামত করতে পারে। কেশর ত্বককে মসৃণ ও সমান করে তোলে। অন্যদিকে, এলাচের ডিটক্সিফাইং অর্থাৎ শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ করার ক্ষমতা রয়েছে। ত্বককে পরিষ্কার করে এবং দাগ কমাতে পারে এলাচ। চায়ের সাথে এই উপাদানগুলো খেলে দ্রুত ত্বককে পুনরুজ্জীবিত হতে পারে।

৩. ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের সুস্থতার পূর্বশর্ত। কেশর এবং এলাচে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং আয়রনসহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। এ উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন এই চা পান করলে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে।

৪. কেশরে ক্রোসিন এবং সাফ্রানাল থাকে, যা ঘুম বাড়িয়ে অনিদ্রার সমস্যা দূর করতে পারে। এলাচের প্রাকৃতিক অনন্য সুগন্ধ রয়েছে, যা শিথিল অনুভূতি দিতে পারে। ঘুমাতে যাওয়ার আগে এই চা পান করলে স্নায়ুচাপ প্রশমিত হয় ও উদ্বেগ কমে

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com