গণবার্তা রিপোর্ট :
নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে চৌধুরী গোলাম ফারুককে আরো তিন বছরের জন্য নিয়োগ নবায়নের প্রস্তাব অনুমোদন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২০২৮ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ নিয়োগ অনুমোদন করা হয়। আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক পত্রে গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।
এর আগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি চৌধুরী গোলাম ফারুককে নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে অনুমোদন দেয় আইডিআরএ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৫ সালে এম কম (হিসাববিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। গোলাম ফারুক ১৯৮৮ সালে নন-লাইফ বীমা জগতে যোগ দিয়ে বিভিন্ন কোম্পানিতে আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, কোম্পানি সেক্রেটারি, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স, প্রশাসন ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নন-লাইফ বীমা জগতে কর্মরত আছেন এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে কর্মরত আছেন।
Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta