আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক হস্তান্তর

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাগাতিপাড়া সার্ভিস সেন্টারের আয়োজনে মৃত্যু দাবি চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান বলেন, “মানবতার কল্যাণে বীমায় চাকরি করা প্রয়োজন। বীমায় কাজ করলে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে জেনিথ লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেনিথ লাইফে কোনো দাবি মুলতবি থাকে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ শফিউল ইসলাম, বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ, আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাজেদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোম্পানির ডিএমডি ও সাংবাদিক আব্দুল মজিদ।

অনুষ্ঠানে মরহুম জুলফিকার আলী নমিনি মাহফুজা বেগমের হাতে ১,৪৫,০০০/- (এক লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য বীমা গ্রাহক জুলফিকার আলী মাত্র ১২,০০০/- (বার হাজার) টাকার বার্ষিক একটি কিস্তি দিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বীমা খাতের উন্নয়ন ও মানবসেবায় বীমা কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com