গণবার্তা রিপোর্ট : বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)এর নন-লাইফ টেকনিক্যাল কমিটির প্রথম সভা সম্প্রতি কমিটির আহবায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শফিক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ননলাইফ সেক্টরে চলমান সমস্যা উত্তোরন এবং অনিয়ম বন্ধে উপস্থিত সদস্যরা তিনটি প্রস্তাব সর্বোসম্মতভাবে গৃহিত হয়। যেগুলো বিআইএফ এর মাধ্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দফতরে পেশ করা হবে। প্রস্তাবসমূহ হচ্ছে প্রথমত: নন লাইফ বীমাখাতে অনিয়মের মুল সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত কমিশন প্রথা যেটি বীমা কোম্পানি সমূহকে অর্থিক ভাবে দুর্বল করছে এবং নানাবিধ অনিয়মের জন্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিধায় জিরো পার্সেন্ট কমিশনের প্রস্তাব পেশ করা হয়। দ্বিতীয়ত: মার্কেটিং নিয়োজিত কর্মীদের জন্য একটি অভিন্ন (বেতন কাঠামো) পে স্কেলের প্রস্তাব করা হয়। তৃতীয়ত: এসব প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপকভাবে ভাবে প্রচার প্রচারণার উদ্দোগ গ্রহণের প্রস্তাব করা হয়।
সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, ঢাকা ইন্স্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, প্রভাতী ইন্স্যুরেন্সের সিইও মো জাহিদুল ইসলাম, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সিইও মো. নূরে আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও কাজী মোকাররম দস্তগীর. ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এস এম শহিদুল্লাহ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সিইও সাজ্জাদ ইয়াহিয়া ও ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও হাসান তারেক, এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুন্সের সিইও আব্দুল মতিন প্রমু।
Posted ২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta