গণবার্তা রিপোর্ট : দেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় হাসান তারিককে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ইষ্টার্ণ পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামান ফুলেল শুভেচ্ছা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, গত (০১ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক প্রজ্ঞাপন এর মাধ্যমে ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে এ নিয়োগ প্রদান করেন।
Posted ১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta