গণবার্তা রিপোর্ট : ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের (ইউসিএল) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুন্সি সফিউল হক। সভায় ইউসিএলের পরিচালক ওয়াকার এ চৌধুরী, নাদিম এ চৌধুরী ও বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মনোনীত স্বতন্ত্র পরিচালক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ এবং ইউসিএলের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) এএনএম গোলাম সাব্বির উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি অংশ নেন পরিচালক তাজরিনা শিকদার। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফুর রহমান ও স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠানের প্রতিনিধি একেএম মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্টর।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta