গণবার্তা রিপোর্ট : খুলনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও জেলা সমন্বয়কারী সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার। সভা শেষে বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta