গণবার্তা রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে মূল আলোচনা উপস্থাপন করেন। অতিথি আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, ড. মো. আতাউর রহমান মিয়াজী। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন সূচনা বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশারসহ সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta