
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায়” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে এসব অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন, প্রানী সম্পদ কর্মকর্তা কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা মৎসজীবিলীগের সভাপতি আশিকুর রহমান, বড়গাঙ্গিনা সম্পদ ব্যবহারকারী সংগঠনের সম্পাদক মিন্নত আলী, সাবেক সভাপতি পিয়ার আলী, আব্দুছ ছোবান চৌধুরী সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পর্যায়ের মৎসজীবি ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাছ চাষের সাথে জড়িত বিভিন্ন ক্যাটাগরিতে
৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।