গণবার্তা রিপোর্ট: মার্কেন্টাইল ব্যাংক ফেনীর দাগনভূঞায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে সার বিতরণ করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ১ হাজার ৭০০ বস্তা সার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন।
Posted ৩:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta