আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা চায় জামায়াত

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা চায় জামায়াত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের বুথ সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এ ব্যবস্থা প্রয়োজন বলে মনে করে দলটি।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং ভোটকেন্দ্রের বুথে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি জামায়াতের একটি প্রতিনিধি দল ব্রাসেলস সফর করে বেলজিয়াম সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সেখানে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্ক, উন্নয়ন, গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘু সুরক্ষা ও গার্মেন্টস খাত ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।

ডা. তাহের জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জামায়াত ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করেছে। একইসঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার পাশাপাশি একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, সে বিষয়েও ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালার প্রসঙ্গে তিনি বলেন, যৌনকর্মীদের লাইসেন্স প্রদান নারীর মর্যাদা ও অধিকারের ওপর চরম আঘাত। এ বিষয়ে ইইউ প্রতিনিধিরাও একমত পোষণ করেছেন। তারা জামায়াতে নারীর অংশগ্রহণের হার (৪৩ শতাংশ) ইতিবাচক হিসেবে দেখছেন।

বৈঠকে আমির ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা প্রকাশ করেছেন বলেও জানান জামায়াত নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com