আজ, Tuesday


২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

সোমবার, ১৪ জুলাই ২০২৫
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে কিছু পাঠানো হবে নিশ্চিত। সম্প্রতি ট্রাম্প ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন, যাতে তারা সেই অস্ত্র ইউক্রেনকে দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর আল জাজিরা। রোববার মেরিল্যান্ড জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্যাট্রিয়ট দেব, যেটা তারা মরিয়া হয়ে চাইছে। তাদের আত্মরক্ষার জন্য এটা দরকার। পুতিন সবাইকে চমকে দিয়েছে। তিনি সুন্দর করে কথা বলেন, কিন্তু সেটা অর্থহীন হয়ে যায়। রাতের বেলায় মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন, এটা আমরা পছন্দ করি না। ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে তা এখনো নির্ধারিত হয়নি, তবে কিছু পাঠানো হবে নিশ্চিত।সম্প্রতি ট্রাম্প ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন, যাতে তারা সেই অস্ত্র ইউক্রেনকে দিতে পারে। এছাড়া তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকেও বসতে যাচ্ছেন। সংবাদমাধ্যম জানিয়েছে অ্যাক্সিওস জানিয়েছে, সোমবার ট্রাম্প রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দেবেন, যেখানে ইউক্রেনের জন্য আক্রমণাত্মক অস্ত্রের কথাও থাকতে পারে।দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়ছে। তবে বাইডেন প্রশাসনের সময় বরাদ্দ করা পুরনো তহবিল থেকে ইউক্রেন এখনো কিছু অস্ত্র পাচ্ছে। অনেক চেষ্টা করেও শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তখন গত ৭ জুলাই ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর অনুমোদন দেবেন।রোববার সাংবাদিকরা জানতে চান, রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে কি না। ট্রাম্প শুধু বলেন, ‘আমি পুতিনের ওপর খুব হতাশ। আমি ভেবেছিলাম তিনি নিজের কথার মান রাখেন। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, কংগ্রেস এমন একটি আইন তৈরি করছে, যাতে ট্রাম্প চাইলে যে কোনো দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারেন, যদি তারা রাশিয়াকে সাহায্য করে। নির্বাচনী প্রচারে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পুতিনের আচরণে তিনি বিরক্ত। পুতিন মাঝে মাঝে স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি তিনি মানেননি। রাশিয়ার দাবি, এতে ইউক্রেনের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com