গণবার্তা রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা সংগ্রহে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারি ও বেসরকারি নয়টি ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে সতর্ক করা সংক্রান্ত একটি খবর সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। খবরে সিটি ব্যাংকের নাম আসায় এ নিয়ে গ্রাহকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য সিটি ব্যাংকের কোনো বুথ নেই। যে বুথটি ছিল তা ২০২১ সালে বন্ধ করে দেয়া হয়। কাজেই বৈদেশিক মুদ্রাসংক্রান্ত অনিয়মে সিটি ব্যাংকের কর্মকর্তারা কোনোভাবেই জড়িত নন। বর্তমানে সিটি ব্যাংকের একটি অনলাইন ব্যাংকিং বুথ আছে. যা সিঅ্যান্ডএফ এজেন্ট ও অন্যদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় ও আমদানি সম্পর্কিত চার্জ গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে এক বৈঠকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিয়য়টি জানিয়েছেন।
Posted ৩:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta