নিজস্ব প্রতিনিধি: চালের বাজারে অস্থিরতা ঠেকাতে মিনিকেট চালের (সরু চাল) প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, জেলা চালকল মালিক সমিতির একাংশের সভাপতি আব্দুর সামাদ প্রমুখ।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা মোকামে চালের মূল্য নির্ধারণের জন্য সবার মতামত চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন বলেন, দাম বৃদ্ধির আগে খাজানগর মোকামে মিলগেটে মিনিকেট চালের দাম ছিল ৬০ টাকা কেজি। তিনি সেই দাম বলবৎ রাখার প্রস্তাব করেন। এতে চালকল মালিকরা প্রতিবাদ জানান। জেলা প্রশাসক মিলগেটে প্রতি কেজি মিনিকেটের দাম ৬১ টাকা এবং খুচরা বাজারে ৬৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। এতেও রাজি হননি চালকল মালিকরা। তারা জানান ৬২ টাকার নিচে তারা মিনিকেট চাল সরবরাহ করতে পারবে না।
এমন পরিস্থিতিতে চালের মূল্য নির্ধারণের কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। তবে সভা শেষে জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুই-এক দিনের মধ্যেই খাজানগর মোকামে ধান ও চালের মজুদ পরীক্ষা করে দেখতে অভিযান চালানো হবে। এ সময় কোনো মিলমালিকের বিরুদ্ধে মজুদ আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, খাজানগর মোকামের কোনো চালকল মালিক সিন্ডিকেটে জড়িত নেই। উত্তরবঙ্গ বিশেষ করে নওগাঁ এলাকার কিছু চালকল মালিক বাজারে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী। তারা হঠাৎ চালের দাম বাড়িয়ে দিয়েছেন।
জেলা চালকল মালিক সমিতির একাংশের সভাপতি আব্দুর সামাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় থেকে পাইকাররা এখানকার মোকাম থেকে চাল কেনা বন্ধ রেখেছিল। নির্বাচনের পর সব পাইকার একসাথে চাল কেনা শুরু করায় দাম বৃদ্ধি পেয়েছে।
সভায় মিলমালিকদের মধ্যে কেউ কেউ দাবি করেন, চালের দাম বৃদ্ধির ব্যাপারে তাদের কোনো হাত নেই। বাজারে ধানের দাম চড়া হাওয়ায় চালের দাম বেড়ে গেছে। তবে দুই-তিন দিন ধরে বাজার কমতে শুরু করেছে বলে তারা জানান।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা, জেলার পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta