আজ, শুক্রবার


১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

৩১ জানুয়ারি ইজতেমা শুরু, চলছে মাঠ প্রস্তুতির কাজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
৩১ জানুয়ারি ইজতেমা শুরু, চলছে মাঠ প্রস্তুতির কাজ
সংবাদটি শেয়ার করুন....

ধর্ম ডেস্ক :
রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতি কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের ইজতেমা। শূরায়ী নেজামের ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ কান্ধলভী অনুসারী এতাতিদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আশপাশের জেলা থেকে স্বেচ্ছাসেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতি কাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে শামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিষ্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ান মঞ্চ।

(১৪ জানুয়ারি) ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাটুকুতে শামিয়ানা টানানো হচ্ছে। বয়ান মঞ্চের কাজ এগিয়ে চলছে। আগামী সপ্তাহের মধ্যে ময়দান প্রস্তুতির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা।

ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা দিদারুল আলম (৪৯) জানান, আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, শামিয়ানা টানানোসহ মাঠ প্রস্তুতি কাজ করছি। আশা করছি ইজতেমা শুরুর ৩/৪ দিন আগেই ময়দানের প্রস্ততি কাজ শেষ হবে ইনশাআল্লাহ।

মাদরাসা ছাত্র মো. হোসাইন বলেন, আমরা ৩০/৪০ জন ছাত্র স্বেচ্ছায় ময়দানের কাজ করতে এসেছি। ময়দানের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন, খুঁটি গাঁড়া, পাটের চট টানানো, নামাজের জন্য ময়দানে লাইন কাটার কাজ করছি।

ইজতেমা ময়দানে মূল বয়ান মঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ান মঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com