স্টাফ রিপোর্টার : এসএমই উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে টেকসই করতে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করছে অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লাহ খান।
নওশাদ মোস্তফা বলেন, “নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta