স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় বজলুর রশীদ এমবিই চেয়ারম্যান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত ২০৩তম পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৫-২০২৬ ইং সনের জন্য নির্বাচিত করা হয়। বজলুর রশীদ এমবিই একজন বিশিষ্ট ও সফল ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি প্রগ্রেসিভ লাইফের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি বিকাশমান ক্যাটারিং শিল্পের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ক্যাটারিং রেস্টুরেন্ট মালিকদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাফল্যের স্বাক্ষর রাখেন। অপরদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। তিনি প্রগ্রেসিভ লাইফের একজন উদ্যোক্তা পরিচালক এবং কোম্পানিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta