নিজস্ব প্রতিবেদক :
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলন ও কাউন্সিলের জন্য একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
(১৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। সম্মেলন ও কাউন্সিলের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- আহ্বায়ক অ্যাড. মাসুদ হোসেন রনি, সদস্য ডা. রফিকুল হক বাবলু, অ্যাড. হালিমা আকতার খানম ও অধ্যাপক সাইদুর রহমান।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta