গণবার্ত রিপোর্ট : পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (২৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta