ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য সফলতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে : বাণিজ্যমন্ত্রী

দৈনিক গণবার্তা
জুলাই ৮, ২০২০ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি বলেছেন, বাণিজ্য সফলতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ সরকার মহিলাদের দেশীয় এবং আর্ন্তজাতিক বাণিজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের জনশক্তির প্রায় অর্ধেক নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ বিপুলনারী জনশক্তিকে উৎপাদনশীল কাজে লাগাতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। ফলে অনেক নারী বাণিজ্য করে সফল হয়েছেন। স্মল এন্ড মিডিয়াম এন্টারপেনার্স (এসএমই) এর মাধ্যমে উদ্যোক্তা মহিলাদের লোনও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে বিশেষ করে কুটির শিল্পে নারীদের অগ্রযাত্রা চোখে পরার মতো। বাণিজ্য মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং প্রয়োজনে বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে। এ কারনে বাংলাদেশে মহিলা উদ্যোক্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ক্ষেত্রে মহিলাদের অংশ গ্রহন রেড়েছে।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি গতকাল(৭ জুলাই) আইটি সিজেনেভা অফিসের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ সময় গভীর রাতে ইউনাইটেড ন্যাশন এবং ওয়াল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) এর উদ্যোগে আয়োজিত “সি ট্রেড আউটলুক” শীর্ষক ভার্চুয়াল হাই লেভেল পলিটিকাল ফোরাম ডিসকার্শনে অংশ নিয়ে এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, কুটির শিল্পে বাংলাদেশের নারীরা বেশ সফলতা পেয়েছে। ঢাকাসহ জেলায়গুলোতে মহিলা চেম্বার অফ কমার্স গড়ে উঠেছে। শিল্প খাতের প্রায় বিশ হাজার কোটি টাকার লোনের মধ্যে শতকরা বিশভাগ লোন এসএমইর মাধ্যমে মহিলা উদ্যোক্তাদের দেয়া হচ্ছে। বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ সেক্টরে প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছে, এর প্রায় ৮০ ভাগইনারী। চলমান কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতি মোকাবেলায় এ নারী কর্মীদের সুরক্ষা প্রদানের জন্য বেতন খাতে সরকার ৫ হাজার কোটি টাকা নাম মাত্র সুদে সরবরাহ করেছে। গৃহীত লোনের কিস্তি প্রদান স্থগিত করা হয়েছে। সরকারের নানামূখী গৃহীত পদক্ষেপে বিশ্ব মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে ও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে জরুরি, স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, জাতিসংঘ বিগত ২০১৬ সালে নারীর ক্ষতায়নে বিশেষ সফলতার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে“প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন” পদকে ভূষিত করে। কর্মক্ষেত্রে নারী-পুরুষের ব্যবধান কমানোর সফলতায় উইম্যান ইনপার্লামেন্ট (ডব্লিউআইপি) ২০১৪ সালে“ডব্লিউআইপি গ্লোবাল ফোরাম এ্যাওয়ার্ড”এবং নারী শিক্ষায় সফলতার জন্য তিনি“ট্রি অফ পিস”এ্যাওয়ার্ড অর্জন কররেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।