আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নদী থেকে মৃত চিতাবাঘ উদ্ধার

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে নদী থেকে মৃত চিতাবাঘ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়ের নাগর নদ থেকে মৃত চিতাবাঘ উদ্ধার করেছে পুলিশ। আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দ্বারখোর সীমান্ত থেকে গতকাল বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চিতাটি আটোয়ারী প্রাণিসম্পদ হাসপাতালে রাখা হয়েছে। বাঘটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে ধারণা বন কর্মকর্তাদের। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান।

তোড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে দ্বারখোরের আকবর আলীর একটি গরু বন্যপ্রাণীর আক্রমণে মারা যায়। গরুটি অন্য ব্যক্তির। তিনি পালন করছিলেন। ক্ষুব্ধ হয়ে মৃত গরুতে বিষ প্রয়োগ করে নদীর পাড়ে ফেলে রাখেন আকবর। তার ধারণা ছিল শেয়াল গরুটিকে মেরে ফেলেছে। বাঘটি বিষাক্ত গরু খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পানি পান করতে এসে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। গতকাল সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন বাঘটি নদীর পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় প্রশাসনে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা পুলিশের সহযোগিতায় বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।’

পঞ্চগড় সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, ‘চিতাবাঘটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বাঘটিকে মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্ত শেষে বাঘটিকে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে রাখার জন্য পাঠানো হবে। ময়নাতদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com