গণবার্তা রিপোর্টার: প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) আয়োজনে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর। প্রাইমারি ডিলার্স বাংলাদেশের সিইও বিশ্বনাথ পাল এতে সভাপতিত্ব করেন।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta