আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমানো নয় যৌক্তিক পর্যায়ে রাখাই লক্ষ্য -বাণিজ্য প্রতিমন্ত্রী

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
দাম কমানো নয় যৌক্তিক পর্যায়ে রাখাই লক্ষ্য -বাণিজ্য প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘এখন থেকে স্মার্ট ও স্বচ্ছ বাজার ব্যবস্থা চালু করা হবে। ব্যবসা নয়, বাজার হবে ভোক্তাবান্ধব। দাম কমানো নয়, লক্ষ্য যৌক্তিক পর্যায়ে রাখা।’ গতকাল বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান মাস উপলক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আগামী জুনের পর বাজারে সিন্ডিকেট আছে বলা লাগবে না। কেউ মজুদদারি করে ভোক্তাদের কষ্ট দিলে ও রাজনৈতিক পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আসছে রমজান মাসে তেল ও চিনিসহ সব ধরনের নিত্যপণ্য সরবরাহ যেন ঠিক থাকে, ব্যবসায়ীদের কাছে সে প্রত্যাশা করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে।’

এর আগে সকালে রাজধানীর তাজমহল রোডে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে চলতি জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘‌যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহায়তা করা হবে। তবে যারা মজুদদারি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর হতে সরকার একটুও পিছপা হবে না।’
পণ্যের অবৈধ মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভয়-ভীতি বা জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য উৎপাদক এবং রফতানিকারকদের কাছ থেকে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে সহজে সব পণ্য যেন পৌঁছে যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা।’

রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্যের ক্ষেত্রে কোনো সরবরাহ ঘাটতি হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আজকে আমরা তেল, চিনি নিয়ে উৎপাদকদের সঙ্গে আলোচনা করব। পর্যায়ক্রমে অন্যান্য পণ্য নিয়েও আলোচনা করা হবে। আগামী রমজান পর্যন্ত কোনো পণ্যের সংকট হবে না।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা এক কোটি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। ২০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ড জুনের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে। গার্মেন্টসের শ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা যেন বিকালেও নিতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা সামনে নিয়ে আসব। আমরা শুরু করেছিলাম ট্রাক দিয়ে। সেখান থেকে দোকানে এসেছি। পরবর্তী সময়ে এটা যেন ন্যায্যমূল্যের দোকানের মতো হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য এ সময় তিনি জনপ্রতিনিধিদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ (সলু) উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com