স্টাফ রিপোর্টার : রোববার (১৩ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের ১৪তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে | মার্কেন্টাইল ব্যাংকের ১৪তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৩ জুলাই) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ফাউন্ডেশন ট্রেনিং ফর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারস’ শিরোনামে আয়োজিত এই কোর্সে ২৪ জন এমটিও অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিউল হাসান বলেন, ব্যাংকের নীতিমালা ও নির্দেশনার আলোকে সততা, নৈতিকতা ও আন্তরিকতার সঙ্গে গ্রাহকসেবা দিতে হবে। একইসঙ্গে কর্মকর্তাদের দৈনন্দিন কার্যক্রমেও পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta