আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন

শনিবার, ১০ মে ২০২৫
লেবাননে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউন -এর নিকট রাষ্ট্রপতি ভবনে পরিচয় পত্র পেশ করেছেন নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি।

এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জনাব ইউসুফ রাজী , লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিচয় পত্র প্রদান শেষে লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউন এর সহিত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

বৈঠকে রাষ্ট্রদূত, লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন।

এছাড়া, লেবাননের রাষ্ট্রপতি নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ-উত্তর দূর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ জনগণের পক্ষ হতে প্রেরিত মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়াও তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে এবং দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সরকার লেবানন সরকারের সাথে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৬ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com