গণবার্তা রিপোর্ট: সাভারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) সৈয়দ মাসকুরুল হক, ডিএমডি (উন্নয়ন) মো. মনির হোসেন, ডিজিএম (উন্নয়ন) আবদুল কাদের খান।
সমাবেশের সভাপতিত্ব করেন কোম্পানির জিএম (উন্নয়ন) মো. ইবাদুল ইসলাম। গ্রাহক সমাবেশে প্রায় ২৫০ জন সম্মানিত গ্রাহক অংশগ্রহণ করেন।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta