গণবার্তা রিপোর্ট : সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বীমা আইন ২০১০ ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২ এর বিধানাবলি পরিপালিত হওয়ায় ০১ এপ্রিল ২০২১ হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ০৩ বছরের জন্য বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এম এম মনিরুল আলম-এর নিয়োগ অনুমোদন করেন।
এই উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।