
প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ণ
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।
নারী নির্যাতন মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ
মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। এরপর আজ তাকে গ্রেফতার করা হয়।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.