ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিটি ব্যাংক এনএ ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট : সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং এভারকেয়ার হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি সিটি ব্যাংক এনএর সিটি কান্ট্রি অফিসার মো. মইনুল হক ও এভারকেয়ার হাসপাতালের চিফ মার্কেটিং অফিসার অভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী সিটি ব্যাংক এনএ বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতাল (ঢাকা ও চট্টগ্রাম) থেকে অগ্রাধিকারমূলক পরিষেবা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।