ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট : যমুনা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ‘‌স্বাধীন’। সম্প্রতি যমুনা ব্যাংকের করপোরেট অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টালে সেলফ রেজিস্ট্রেশন করা যাবে।

এ অ্যাপ দিয়ে যমুনা ব্যাংকের সব অ্যাকাউন্ট হোল্ডার ঘরে বসেই মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যালান্সের সবশেষ তথ্য, ব্যালান্স ট্রান্সফার, অ্যাড মানি, মোবাইল টপ আপ, স্টেটমেন্ট ভিউ, পজিটিভ পে, ব্রাঞ্চ/সাব ব্রাঞ্চ/এটিএম বুথ লোকেশন, ইউটিলিটি বিল পেমেন্টসহ আরো অনেক সেবা নিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।